বাঘের যত কথা
বাঘের মাসি নাকি বিড়াল। এমন কথা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। বিড়ালকে আমরা কেবল একটি প্রাণী হিসেবে চিনি, কিন্তু আসলে বিড়াল কিন্তু একটি বড় প্রজাতিও! আর বাঘ হচ্ছে এই পরিবারের সবচেয়ে বড় আকৃতির প্রাণী। সবাই জান নিশ্চয়ই, আমাদের সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কিন্তু জগৎ বিখ্যাত। বাঘকে নিয়ে চল কিছু মজার তথ্য জেনে নিই।
১. একটা পূর্ণবয়স্ক বাঘের আকৃতি হতে পারে ১১ ফুট বা ৩.৩ মিটার পর্যন্ত। ওজন হতে পারে প্রায় ৩০০ কিলোগ্রাম বা সাড়ে ৬০০ পাউন্ড!
২. বাঘের কয়েকটি উপপ্রজাতি আছে। এগুলো হলো সামার্তান টাইগার, সাইবেরিয়ান টাইগার, বেঙ্গল টাইগার, সাউথ চায়না টাইগার, মালয়ান টাইগার ও ইন্দো-চাইনিজ টাইগার।
৩. বহু প্রজাতির বাঘই এখন হয় বিপদাপন্ন অথবা বিলুপ্তপ্রায়। বাঘের বিপদের কারণ মানুষ। কারণ মানুষ কেবল বাঘই শিকার করে না, সাথে অন্যান্য বন্য পশুপাখিও শিকার করে- যার কারণে বাঘেরা অস্তিত্ব রক্ষায় বিপদের মুখোমুখি এখন।
৪. বেশির ভাগ শিশু বাঘ দুই বছরেরও বেশি বেঁচে থাকতে পারে না।
৫. ব্যাঘ্রশাবকের বয়স দুই বছর হতে না হতেই মাকে ছেড়ে চলে যায়।
৬. বাঘ ভালো সাঁতার কাটতে পারে। তারা একটানা প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত সাঁতরাতে সক্ষম।
৭. সাদা বাঘ খুবই দুষ্প্রাপ্য। এদের শরীরে এমন বিশেষ জিন আছে যা প্রতি ১০ হাজার বাঘের মধ্যে মাত্র একটি বাঘে থাকে।
৮. ঘণ্টায় প্রায় ৪০ মাইল বেগে দৌঁড়াতে পারে বাঘ!
৯. এক লাফে সহজেই প্রায় পাঁচ মিটার দূরত্ব পার করতে পারে বাঘ!
১০. পৃথিবীতে বন্য বাঘের চেয়ে পোষা বাঘ বেশি!