বিমানের জানালা ডিম্বাকৃতি হয় কেন?
বিমানে চড়ার সুযোগ সবাই পান না। আবার অনেকের নিয়মিতই চড়া হয়। কারো কারো বিশেষ কোনো উপলক্ষে চড়া হয়। এ জন্য এই যান সম্বন্ধে আমাদের গড়পড়তা ধারণা কমই বলতে হবে। লক্ষ করলে দেখা যায়, প্লেনের জানালা সাধারণত ডিম্বাকৃতি হয়। এটা কি কেবল নকশার জন্য, নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ? টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্লেনের জানালা ডিম্বাকৃতি না হলে ভীষণ বিপদ!
সাধারণ মানের থেকে শুরু করে হোমরা-চোমরাদের জন্য ভিআইপি প্লেন, সবখানেই জানালার আকৃতি হয়ে থাকে গোলাকার। উড়োজাহাজের প্রযুক্তিতে দিন দিন বহু পরিবর্তন ও বৈচিত্র্য আনা হয়েছে। তবে প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ।
১৯৫০-এর দশকে জেটলাইন প্লেনগুলো বেশ ফ্যাশনেবল হয়ে উঠেছিল। তখন এর নকশায় বৈচিত্র্য আনতে চিরচেনা ডিম্বাকৃতি জানালা করে ফেলা হয় চারকোনা, বর্গাকৃতির। এই প্লেনগুলো ছিল বেশ দ্রুতগামী। কিন্তু যেটা হলো, ১৯৫৩ সালের মধ্যে দুই দফা ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেলেন ৫৬ যাত্রী। কারণ কী ছিল জানেন? আর কিছু না, ওই বর্গাকৃতির জানালা!
বিষয়টি এমন, যখনই বর্গাকৃতির জানালা থাকছে, তখনই সেখানে চারটি কোণের সৃষ্টি হচ্ছে। এই কোণগুলো অপেক্ষাকৃত দুর্বল একটি স্থান তৈরি করে, যা বাতাসের চাপ সহ্য করতে বিশেষ সক্ষম নয়। ডিম্বাকৃতি জানালা হলে তখন এই ‘কোণ’ বা দুর্বল স্থান তৈরির কোনোরকমের ঝুঁকি থাকে না। এ কারণেই প্লেনের জানালা সব সময় ডিম্বাকৃতির হয়ে থাকে।