ক্যাটস আই কিডসের যাত্রা শুরু
ক্যাটস আই ফ্যাশন হাউসের ৩৫ বছরের যাত্রায় আরো একটি কো-লেবেল যুক্ত হয়েছে, নাম ‘ক্যাটস আই কিডস’। মূলত পরিবারের ছোট সদস্য, শিশুদের ফরমাল ও ক্যাজুয়াল ফেস্টিভ আউটফিটই প্রাধান্য পাবে নতুন এই লেবেলে। পাশ্চাত্য পোশাকের পাশাপাশি শিশুদের জন্য দেশীয় ঐতিহ্যবাহী বর্ণিল পোশাকেরও আয়োজন থাকছে।
ক্যাটস আইয়ের পরিচালক রিয়াদ সিদ্দিকী বলেন, ‘তরুণ-তরুণীদের জন্য ক্লাসিক এবং পাশ্চাত্য পোশাকের পাশাপাশি করপোরেট অফিশিয়াল পোশাক তৈরিতে ক্যাটস আই কাজ করছে অগ্রগামী দেশীয় ব্র্যান্ড হিসেবে। মানসম্মত ডিজাইন আউটফিট তৈরিতে দীর্ঘ বছরগুলোর অভিজ্ঞতা শিশুদের নতুন লেবেলটি আনার পেছনে উৎসাহ জুগিয়েছে। এ ছাড়া রি ব্র্যান্ডিংয়ের ধারাবাহিকতায় ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি এই শিশুদের জন্য কিডজ-এ ট্রেন্ডি আউটফিটগুলো হবে বর্ণিল এবং প্যাটার্ন বৈচিত্র্যনির্ভর।’
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিশুদের জন্য তৈরি পোশাকগুলোতে থাকবে স্কার্ট, বটম, টপস, ফ্রক, টিউনিক পোশাক, শার্ট, প্যান্ট, গাউন প্যাটার্ন পোশাক ও পাঞ্জাবি; যা ছোট্ট শিশুটিকে আরো ট্রেন্ডি ও ফ্যাশনেবল করতে সাহায্য করবে।
শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামের নির্ধারিত আটটি স্টোর থেকে ক্যাটস আই কিডজে কেনার সুযোগ থাকবে। তবে অনলাইনে www.catseye.com.bd ঠিকানা থেকে আপনি ঘরে বসেই শিশুদের জন্য পোশাক কিনতে পারবেন।