আজগুবি ১২ ফোবিয়া
ঘুম থেকে উঠে ভুলেও মোবাইল ফোনের দিকে তাকায় না তন্ময়। তার ধারণা, মোবাইল ফোনে তাকালেই সে দেখতে পাবে তার মোবাইলে নেটওয়ার্ক নেই। একইসাথে তার মনে হয়, সে এমন কোনো জায়গায় রয়েছে যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। শুধু তাই নয়, অপরিচিত জায়গায় গেলে এমন আতঙ্কই তার ওপর চেপে বসে।
তন্ময়ের এই সমস্যা একটি ফোবিয়া, এর একটা পোশাকি নামও আছে। ‘নোমোফোবিয়া’। আমাদের অনেকেই বিভিন্ন আজব সব ভীতিতে ভোগে, যেগুলো আসলে এক ধরনের ফোবিয়া। বাজফিড নিউজে পাওয়া গেল এমনই কিছু আজগুবি ভীতির খবর। বেশি একটা পাত্তা না দিলেই চলবে, তাহলেই দেখবেন আপনাকে আর কাবু করতে পারছে না এসব!
১. নোমোফোবিয়া : মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকবে না সর্বক্ষণ এমন ভীতি কাজ করা।
২. ডাইনোফোবিয়া : পার্টি নিয়ে মনে ভয় কাজ করে, মনে হয় বেশি বেশি খাবার খাওয়া হয়ে যাবে।
৩. পেনথেরাফোবিয়া : শাশুড়ির ভয় মনে সর্বক্ষণ কাজ করা।
৪. অ্যানুপটাফোবিয়া : একাকী, সঙ্গীহীন, প্রেমহীন থাকার ভয়।
৫. ভেনাসট্রাফোবিয়া : সুন্দরী নারী হওয়ার ভয়!
৬. সিয়াফোবিয়া : ছায়ার ভয়।
৭. টিউরোফোবিয়া : চিজজাতীয় খাবার খাওয়ার ভয়।
৮. অ্যাবলিউটোফোবিয়া : গোসল করা বা নিজেকে পরিষ্কার করার ভয়!
৯. শেইটোফোবিয়া : নিজের চুল নিয়ে নিজেরই ভয়, জট পাকিয়ে যাওয়ার!
১০. হেলিওফোবিয়া : সূর্যের কথা ভাবলেই ভয় লাগে!
১১. অ্যানথ্রোফোবিয়া : ফুলের সংস্পর্শ যখন ভীতিকর ঠেকে।
১২. ফোবোফোবিয়া : আপনার মধ্যে ফোবিয়া রয়েছে, এটাই যখন বারবার ভাবতে শুরু করেন আর ভোগান্তি পোহান-তখন বুঝতে হবে যে আপনার মধ্যে ‘ফোবিয়ার ফোবিয়া’ কাজ করে!