রাশিফল
আজ কুম্ভের সুসংবাদ, সিংহের কলহ বৃদ্ধির শঙ্কা
আজ ৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, ২০ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১৪৩৬ হিজরি ২ রমজান তিথি। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার সংখ্যা # ৫ # অধিপতি গ্রহ-বুধ, বৈশিষ্ট্য বায়ু (শুদ্রবর্ণ) বিষম, দ্যাতক তুথস্থান কন্যা নীচস্থান মীন, প্রিয় মাস আষাঢ় ও আশ্বিন, শুভ বার বুধ। শুভ সংখ্যা-৫, ১৪ ও ২৩। শুভ রং সবুজ শেওলা, শুভ ধাতু স্বর্ণ ও তামা। ধারণীয় মূল-বৃদ্ধদারকের মূল শুভ রত্ন: পান্না, শেওলা আকীক, হীরা, আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিন ৪/১২ পরে ৬/৫১ মধ্যে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিদ্রোহী কবি কাজ নজরুল ইসলাম, মহারানি ভিক্টোরিয়া, ব্যারিস্টার মওদুদ। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ রাশি (Aries ) (২১ মার্চ-২০ এপ্রিল)
শরীর পীড়া, মন, বিশ্বাস ভঙ্গ, ক্রোধসৃজন অপচয় এ-জাতীয় ফল নির্দেশ করে। শরীরের প্রতি লক্ষ রাখুন, টাকা লেনদেনে সাবধানতা অবলম্বন করুন।
বৃষ রাশি (Taurus ) (২১ এপ্রিল-২০ মে)
সামগ্রিকভাবে দিনটি ভালো যেতে পারে। মৃত্যুতুল্য বিপদ কষ্ট প্রবল দুর্ঘটনা অর্থনাশ অপদস্থ পীড়া যাতায়াত পথে সাবধানতা।
মিথুন রাশি (Gemini) (২১ মে-২০ জুন)
শত্রুবৃদ্ধি, ব্যাধি বিকল্প চিন্তা অপচয় হিংসা অপকর্ম সন্দেহ বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (Cancer) (২১ জুন-২০ জুলাই)
অতি শুভ ভাব, আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। নতুন কোনো বন্ধুর যোগ সাংগঠনিক কাজে সুফল পাবেন। মহাসুখ এবং রুচিশীল আহার প্রভৃতি শুভ ফল নির্দেশ করে।
সিংহ রাশি (Leo) (২১ জুলাই-২১ আগস্ট)
কলহ এবং দুর্ঘটনা, কোনো কাজ বিঘ্ন হওয়ার শঙ্কা, লেনদেনে ঝামেলা, ভয়-অসম্মান, ব্যয় বৃদ্ধি, বিশ্বাসহানি হতে পারে।
কন্যা রাশি (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
অর্থলাভ, ঋণ শোধ, শরীর মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বিদেশযাত্রা শুভ।
তুলা রাশি (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ধন ও কুটুম্ব বৃদ্ধি, স্বাস্থ্যে ক্ষতি, আত্মক্ষতি, সুখাদ্য লাভ এবং পারিবারিক সুখ।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
গোপন শত্রুতা বৃদ্ধি, আর্থিক সমস্যা, গৃহনির্মাণ/পরিবর্তন বাধা বিদেশ যোগ অশুভ।
ধনু রাশি (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
মান-মর্যাদা ক্ষুণ্ণ, বিবাহে অনাগ্রহ, শত্রুদ্বারা ক্ষতি, ভ্রমণে দুর্ঘটনা, অপদস্থ বা অসুস্থ।
মকর রাশি (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ঠান্ডা রোগ, ক্রোধসৃজন, মানসিক অশান্তি, শিক্ষায় বাধা।
কুম্ভ রাশি (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সুসংবাদ, শুভ কাজ করার যোগ নতুন, বস্ত্রলাভ, বিলাসিতা বাড়বে, প্রেমিক-প্রেমিকাদের জন্য শুভ।
মীন রাশি (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
চাকরি যোগ, পারিবারিক শান্ত, সামাজিক কাজে সুনাম, স্ত্রীর সহায়তা লাভ, সুসংবাদ প্রাপ্তি, রোমাঞ্চ ও বিনোদন শুভ।
একটি ভুল সিদ্ধান্ত যেমন জীবনকে এলোমেলো করে দিতে পারে। তেমনি একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে অনেক অর্থবহ ও সুন্দর করে তুলতে পারে।