রাশিফল
বুঝেশুনে সিদ্ধান্ত নিন ধনু, মাথা ঠান্ডা রাখুন কুম্ভ
আজ ১৪ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ২৯ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ, ১২ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি ত্রয়োদশী। আজ সূর্যোদয় ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান- মেষ, নিচস্থান- তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৭টা ২৭ মিনিট, পরে ১০টা ২ মিনিটের মধ্যে। এবার দেখুন আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
ব্যবসায় লাভ-ক্ষতি তো থাকবেই। কয়জন ব্যবসার ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পায় বলুন? সেদিক থেকে আপনার ভাগ্য ভালোই বলা যায়। প্রিয় মেষ, ব্যবসার আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার দিন আজ। সুযোগটা কাজে লাগান। মনে হচ্ছে, প্রেমিকের মন আজ তার নতুন ঠিকানা খুঁজে পাবে। মেষ জাতক/জাতিকার রাজনৈতিক অবস্থাও বেশ শুভ দেখা যাচ্ছে।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
ছাত্রছাত্রীদের কারো কারো বিদেশে পড়ার সুযোগ চূড়ান্ত হতে পারে। সব কাগজপত্র তাড়াতাড়ি গুছিয়ে ফেলুন। অনেক তো খাটাখাটনি করলেন। আজ তার ফল পাবেন মনে হচ্ছে। কারণ, কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। প্রভাবশালী কারো সহযোগিতা পাওয়ারও সুযোগ রয়েছে দেখছি।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
পরিবারের কারো রোগব্যাধি থাকলে মন কী করে ভালো থাকে বলুন? তবে আজ আপনজন কারো রোগমুক্তিতে আপনার মন ভালো হয়ে উঠতে পারে। এবার সেই আপনজনকে নিয়ে দূরের কোথাও ঘুরে আসুন। দেখবেন, সে একেবারেই সুস্থ হয়ে যাবে। নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন। কারণ, আজ আপনার দূরের যাত্রা শুভ।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
প্রিয় মেষ, আপনার রাশি তো পুরো গণ্ডগোল মনে হচ্ছে। আজ আপনার অর্থনাশ, মানসিক চিন্তা, এমনকি প্রেমিকের সঙ্গে মনোমালিন্যও হতে পারে। সমস্ত বিবাদ এড়িয়ে চলুন এবং রাস্তাঘাটে রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন। তাহলে হয়তো কিছুটা রেহাই পাবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
বহুদিন ধরে হাত একেবারে টানটান অবস্থা, তাই না? চিন্তা নেই। আজ কারো কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। দাম্পত্য সম্পর্কও বেশ ভালো যাবে। ভালো কাজের প্রশংসাও পাবেন দেখছি। বিদেশযাত্রা এবং দূরের যাত্রা দুটোই শুভ। আপনাকে আজ আর কে পায়!
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা জাতক/জাতিকার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে। এবার আর পিছু ফিরে তাকাতে হবে না। আবার ব্যবসায় প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। সব মিলিয়ে দিনটি বেশ ভালোই কাটবে মনে হচ্ছে।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সব কাজের প্রতি অধিক সতর্কতা অবলম্বন করুন। সাবধান! মিথ্যা, ছলনা, প্রবঞ্চনা প্রভৃতিতে জড়িয়ে পড়তে পারেন। এমনকি দাম্পত্য সম্পর্কেও ফাটল ধরতে পারে। বিষয়টা কিন্তু বেশ চিন্তার। হেলাফেলা করে উড়িয়ে দেবেন না আবার।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
যৌথ অংশীদারি কাজে সুফল পেতে পারেন। সে সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতাও পাবেন। ব্যস, এবার শান্তিই শান্তি। তবে শরীর ও মন ভালো নাও থাকতে পাবে। এ ক্ষেত্রে খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। তাহলেই এসব ঝামেলা এড়াতে পারবেন।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অর্থনৈতিক দিক কিছুটা ভালো যাবে। তবে খুব বেশি পার্থক্য হবে না। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারবেন। তবে একটু বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। যাওয়ার পরিকল্পনা আজ থেকেই শুরু করে দিন।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
প্রিয় মকর, পারিবারিক প্রসন্নতা, রোগমুক্তি, শিক্ষায় সফলতা, রাজনৈতিক সফলতা এবং প্রেমে সাফল্য পেতে পারেন। বাহ, সব মিলিয়ে আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে মনে হচ্ছে। তবে আনন্দের প্রকাশটা যেন বেশি না হয়। মনে রাখবেন, দুঃখের পরে সুখ, আবার সুখের পরে দুঃখ আসে।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
চাকরিতে সম্মান বাড়বে বলে মনে হচ্ছে। পুরোনো কোনো বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। মাথাটা একটু ঠান্ডা রাখুন। আজ কোনো কাজে ভুলেও মাথা গরম করবেন না। মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন। বিদেশযাত্রা শুভ।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো ব্যাপারে বিব্রত হতে পারেন। তবে ভয়ের কোনো কারণ নেই। আত্মবিশ্বাস রাখুন। সব ঠিক হয়ে যাবে। তবে দিনের শেষটা ভালোই যাবে মনে হচ্ছে। কী আর করবেন বলুন? ভালো-খারাপ মিলিয়েই তো জীবন। তাই না?