রাশিফল
সুখবর আছে কর্কটের, বন্ধুদের সময় দিন কুম্ভ
আজ ২২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ৬ আগস্ট ২০১৫ খ্রিস্টাব্দ, ২০ শাওয়াল ১৪৩৬ হিজরি। তিথি সপ্তমী। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিট এবং সূর্যাস্ত ৬টা ৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার সংখ্যা # ১ # অধিপতি গ্রহ-রবি, বৈশিষ্ট্য অগ্নি (ক্ষত্রীয় বর্ণ) বিষম স্থির, তুঙ্গস্থান-মেষ, নিচস্থান-তুলা, প্রিয় মাস বৈশাখ ও ভাদ্র, শুভ বার রবি। শুভ সংখ্যা-১/১০, শুভ রং সোনালি ও সাদা, শুভ ধাতু-সোনা ও তামা, ধারণীয় মূল-বিল্বমূল, শুভ রত্ন : রুবি ও চুনি। আজকের দিনে আপনার শুভ কাজ করার সময় দিবা ৭/২৭, পরে ১০/৫৪ মধ্যে। এবার দেখুন, আপনার রাশিতে আজকের ভাগ্যের পূর্বাভাস।
মেষ (Aries) (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রিয় মেষ, দিনের শুরুতে আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। ছাত্রছাত্রীরা প্রত্যাশার চেয়ে ভালো ফল অর্জন করবেন। তবে সাবধান, মোকদ্দমা থেকে দূরে থাকুন। মেষ জাতক/জাতিকার আজ কেনাকাটা বেশ শুভ দেখছি। তাই আর দেরি না করে কেনাকাটার জন্য প্রস্তুত হয়ে যান।
বৃষ (Taurus) (২১ এপ্রিল-২০ মে)
আপনার পারিবারিক জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা হতে পারে। এবার অন্তত নিশ্চিন্তে থাকুন। বৃষ জাতক/জাতিকা বিদেশ যাত্রায় নতুন খবর আসতে পারে। আর একটি সুখবর রয়েছে আপনার জন্য। আপনার প্রেমবিষয়ক জটিলতা সমাধান হবে। দূরের যাত্রা শুভ।
মিথুন (Gemini) (২১ মে-২০ জুন)
প্রিয় মিথুন, দিনের শেষে আত্মীয়ের সঙ্গে মতের অমিল হতে পারে। তাই বুঝে-শুনে কথা বলুন। ব্যবসায় লোকসানের আশঙ্কা আছে। এমনকি আপনার সুনাম, মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। সবকিছু মিলিয়ে দিনটি খুবই খারাপ যেতে পারে। তাই একটু সতর্ক থাকুন।
কর্কট (Cancer) (২১ জুন-২০ জুলাই)
প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। তবে সম্পর্কে জড়াবেন কি না, একটু চিন্তা করে নিন। ব্যবসা, চুক্তির ক্ষেত্রে দিনটি শুভ। বেকাররা চাকরির জন্য চেষ্টা চালিয়ে যেতে পারেন। হয়তো সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। আজ আপনার শরীর ভালো থাকবে মনে হচ্ছে।
সিংহ (LEO) (২১ জুলাই-২১ আগস্ট)
প্রিয় সিংহ, আজ বিভিন্ন সুযোগ আসতে পারে। তবে বিবেচনাসুলভ আচরণ করুন। সিদ্ধান্ত নিন ঠান্ডা মাথায়। না বুঝে হুট করেই কোনো সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ শুভ। আজ অপ্রয়োজনে ভ্রমণ করবেন না। বিপদের আশঙ্কা রয়েছে।
কন্যা (Virgo) (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আজ প্রেম আপনার জীবনে আলাদা উদ্বেগের কারণ হতে পারে, যা আপনি কখনোই ভাবেননি। তবে চিন্তার কোনো কারণ নেই। যা হয়, ভালোর জন্যই হয়। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তবে সম্পর্কে এবং ভ্রমণে একটু সতর্ক থাকুন।
তুলা (Libra) (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনের শুরুতে বেকারদের বিদেশযাত্রার প্রক্রিয়া শুরু হতে পারে। তাই যাবতীয় কাগজপত্র গুছিয়ে নিন। যাবতীয় কেনাকাটায় দিনটি শুভ। ব্যর্থ প্রেমে নতুন সম্ভাবনা উঁকি দিতে পারে। তবে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন।
বৃশ্চিক (Scorpio) (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আজ আপনি ঠান্ডা মাথায় থাকেন, তাহলে সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হবেন। তবে রাজনীতি থেকে দূরে থাকুন। কারণ, অযথাই ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। দূরের যাত্রা শুভ। তাই প্রিয়জনকে সাঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন ঘুরতে।
ধনু (Sagittarius) (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনের শুরুতে ফেসবুক খুলে দেখতে পাবেন, হেয়ালিপূর্ণ মন্তব্য থাকতে পারে। প্রেমের আহ্বান থাকতে পারে। তবে পাত্তা দেবেন কি না, সেটা পুরোপুরি আপনার ওপর নির্ভর করছে। পারিবারিক জমিসংক্রান্ত বিরোধ মীমাংসা হতে পারে। এবার সব চিন্তা ভুলে যান।
মকর (Capricorn) (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
আজ অর্থভাগ্য শুভ। হাতে টাকা-পয়সা আসতে পারে। তবে সব টাকা উড়িয়ে ফেলবেন না। সঞ্চয় করতে শিখুন। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক হতে পারে। তাহলে আর দেরি না করে মনের মানুষকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন। কারণ, আজ আপনার দূরের যাত্রা বেশ শুভ।
কুম্ভ (Aguarius) (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আজ আপনি খুঁতখুঁতে মানসিকতা পরিহার করুন। পরিবার, বন্ধু-বান্ধবকে সময় দিন। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। তবে দিনের শেষে মানসিক চাপ বাড়তে পারে। আজ যাত্রা আপনার জন্য একেবারেই শুভ নয়। তাই কোথাও না যাওয়াটাই ভালো।
মীন (Pisces) (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ছাত্রছাত্রীদের জন্য সুসংবাদ আছে। পুরোনো প্রেম বিপদে ফেলতে পারে। তাই একটু সাবধানে থাকুন। মনে রাখবেন, যে চলে গেছে তাকে যেতে দিন। অযথা ধরে রেখে ঝামেলা বাড়িয়ে লাভ কী বলুন? বরং সবকিছু বাদ দিয়ে কাজের প্রতি মনোযোগী হোন।