রাশিফল
প্রণয়ের প্রস্তাব পেতে পারেন মিথুন, ধনুর উপার্জন বৃদ্ধির সম্ভাবনা
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভবার বুধবার ও মঙ্গলবার। শুভ রত্ন পান্না ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি সাহসী ও কৌশলী। আপনার উদ্যোগ আছে, ইচ্ছাশক্তি আছে। আপনি কর্মঠ। আপনার মেধা যেকোনো বিষয়ের গভীরে প্রবেশ করতে সক্ষম। আপনি চমৎকার কথা বলতে ও সহজে অন্যদের প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের গুণাবলিও আছে আপনার।
অনেক ক্ষেত্রে শত্রুতা সৃষ্টি হলেও সরাসরি বিরোধে জড়ান না। তবে অন্যদের ভুলত্রুটি বিরক্তির কারণ হতে পারে। জীবনের লক্ষ্য স্থির করে এগোতে হবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : গ্রেটা গার্বো, ক্লদেত কোলবার্ট, কবি সেমুয়্যাল জনসন, পদার্থবিজ্ঞানী জেম বার্নার্ড লিয়ন ফনকাল্ট।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসা ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। খাওয়া-দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। বৈদেশিক যোগাযোগ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রণয়ের প্রস্তাব পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রবাসী সন্তানের কুশলবার্তা পেতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। নতুন বস্ত্রাদি ক্রয় করতে পারেন। কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো নাও যেতে পারে। অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
দিনটি সামগ্রিকভাবে শুভ এবং সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। শরীর ভালো থাকবে। নতুন বিনিয়োগে সুফল পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূলে নাও থাকতে পারে। আর্থিক সচ্ছলতা থাকবে। তবে ব্যয়াধিক্যের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। আইনি ঝামেলা হতে পারে।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সময় ভালো থাকার সম্ভাবনা আছে। উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন। রাজনীতিকদের জন্য সময় অনুকূলে থাকবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
কর্মপরিবেশ ভালো থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আজ ভালো কিছু ঘটতে পারে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভাগ্যোন্নতির প্রচেষ্টা অব্যাহত রাখুন। বয়স্কদের নাতি-নাতনিদের সান্নিধ্যে সময় ভালো কাটতে পারে। ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করবেন। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। কারো উপদেশে উপকৃত হতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। শরীর নিয়ে অস্বস্তি বোধ করতে পারেন। ওয়ারিশ সূত্রে কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। শোকগ্রস্ত হতে পারেন। মন ভালো নাও থাকতে পারে।