রাশিফল
শিক্ষার্থী মেষের দিন শুভ, মনে শান্তি থাকবে মিথুনের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৫। শুভবার বুধবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন পান্না ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী। আপনার সৃজনশীল ও সৌন্দর্যপিপাসু মনের সঙ্গে যুক্ত হয়েছে বাস্তববাদ। বিশ্লেষণ ক্ষমতা ও গবেষকসুলভ মন আপনার সাফল্যের হাতিয়ার। নেতৃত্বের গুণাবলির সঙ্গে সঙ্গে আপনার মধ্যে রয়েছে ডিপ্লোম্যাসি। আপনি নিয়মানুবর্তী, উচ্চস্তরে উন্নীত হতে দৃঢ়প্রতিজ্ঞ। বন্ধু নির্বাচনে সতর্ক। মিশুক হলেও অন্যের দ্বারা সহজে প্রভাবিত হন না। সাফল্য ও খ্যাতির পথ থেকে আপনাকে কেউ বিচ্যুত করতে পারবে না। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : কথাশিল্পী এইচ জি ওয়েলস, কাজী আফসার উদ্দিন আহমেদ, ক্রীড়ালেখক আবদুল হামিদ, বিজ্ঞানী ডোনাল্ড গ্লেসার, নিগ্রো সাহিত্যিক এডওয়ার্ড গ্লিজেন্ট।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজকর্মে ভাগ্যের সহায়তা পেতে পারেন। প্রাপ্তি যোগ আছে। আজ প্রাইজবন্ড বা লটারির টিকেট কিনতে পারেন, ধর্মীয় কাজকর্মে মন বসাতে পারবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
সময়ের প্রতিকূলতা সম্পর্কে সচেতন থাকুন। শরীর ভালো থাকবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। রিপুকে সংযত রাখার চেষ্টা করুন। আজ আপনি কোনো রকমের বদনামের সম্মুখীন হতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
শরীর ভালো থাকবে। মনের শান্তি বজায় থাকবে। যৌথ ও অংশীদারি ব্যবসায়ে সুফল পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। মামার বাড়ির লোকদের সঙ্গে কোনো ধরনের বৈরিতা সৃষ্টি হতে পারে। নিজের দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। পরিমিত আহার ও বিশ্রাম ফলদায়ক হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে নাও থাকতে পারে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনোভাব স্পষ্ট করে প্রকাশ করুন। বলতে না পারার জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বিদ্যার্থীদের সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মনোযোগী হতে পারবেন। বিনোদন শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মন ভালো থাকবে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কনিষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। শরীর অসুস্থ হতে পারে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। মনোবল বৃদ্ধি পাবে।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। কাউকে আজ প্রতিশ্রুতি না দিলেই ভালো করবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর মোটামুটি ভালো থাকবে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে আকৃষ্ট করতে পারবেন। ভদ্র-বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সম্ভব হবে। মন ভালো থাকতে পারে।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শরীর অসুস্থ হতে পারে। আগের কোনো ব্যাধি নতুন করে দেখা দিতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনি ঝামেলা এড়িয়ে চলুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রত্যাশ্যা পূরণ হতে পারে। পেশাগত ব্যক্তির জন্য সময় অনুকূলে থাকবে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।