রাশিফল
অসুস্থ হতে পারেন কর্কট, যাত্রা শুভ মকরের
আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৫। শুভবার বুধবার ও রোববার। শুভ রত্ন পান্না ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি মৌলিক চিন্তাভাবনা করতে চান। সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা আছে আপনার। নতুন ও ব্যতিক্রমী মত সহজেই আপনাকে আকৃষ্ট করে। আদর্শবাদী হলেও আপনি অনেকটা খেয়ালি। আপনি স্বাধীনচেতা ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। পরিচিতরা আপনাকে ঠিক বুঝে উঠতে পারবে না। তাই আপনার বন্ধুর সংখ্যা হবে কম। ভুল বোঝাবুঝি, শত্রুতা ও বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। ডিপ্লোম্যাসি ও কৌশল আপনার সাফল্যের প্রধান অস্ত্র হিসেবে কাজ করতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে, ঐতিহাসিক ইবনে খালেদুল, সেনানায়ক উইলিয়াম কিটেল, মার্থা স্কট, চীনা পদার্থবিদ চেননিং ইয়াং, কৃষিবিদ জর্জ স্টিফেন ডন, আনু মুহাম্মদ, ছন্দা।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ভাগ্যোন্নতির কোনো উদ্যোগ সফল হতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। প্রত্যাশিত কাজে সাফল্য পেতে পারেন। সৎগুরুর উপদেশে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।
বৃষ (২১ এপ্রিল-২০ মে)
কোনো মৃত ব্যক্তির উত্তরাধিকারী হতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অশুভ কোনো সংবাদ পেতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। বদনাম রটার আশঙ্কা আছে। বিবাদে জড়াতে পারেন।
মিথুন (২১ মে-২০ জুন)
মন ভালো থাকবে। যৌথ ব্যবসায় সুফল পাবেন। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট (২১ জুন-২০ জুলাই)
সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। প্রয়োজনবোধে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। শত্রু সম্পর্কে চোখ-কান খোলা রাখুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকলে ভালো করবেন।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রণয়ে সাফল্য সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের যোগ আছে।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
পারিবারিক পরিবেশ ভালো থাকবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। কনিষ্ঠ ভ্রাতা-ভগ্নিদের সহযোগিতা পাবেন। গৃহে আত্মীয় সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। একাধিক সূত্র থেকে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অধীনদের কাজে লাগানো সহজ হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শরীর ভালো থাকবে। আত্মবিশ্বাস বজায় থাকবে। মনের শান্তি অক্ষুণ্ন থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আজ কোনো ঝুঁকি নেবেন না। বিনোদন শুভ।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি খুব একটা অনুকূল নাও যেতে পারে। শরীর ভালো যাবে না। কোনো জটিল রোগ দেখা দিতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা নিতে পারেন। প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। পদস্থ বা প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।