পোলো ও টি-শার্ট নিয়ে ক্যাটস আই
ক্যাটস আই তাদের সব আউটলেটে নিয়ে এসেছে পোলো ও টি-শার্টের ক্যাজুয়াল লাইন। নিট ও সিঙ্গেল জার্সি কাপড়ের এসব পোশাকে থাকছে স্লিম ফিট প্যাটার্ন এবং ডিজাইনেও থাকছে সমকালীন ট্রেন্ড। এ ছাড়া সুপার হিরো সিরিজ নিয়ে থাকছে বিশেষ টি-শার্টের সংগ্রহ।
আর কেনাকাটায় বাড়তি স্বাধীনতা এনে দিতে ক্যাটস আই এবারই প্রথম দিচ্ছে সব সময় ডিসকাউন্ট সুবিধা। রাজধানীর এলিফ্যান্ট রোডের ক্লিয়ারেন্স আউটলেটে সর্বোচ্চ শতকরা ৫০ ভাগ ছাড়ে ক্যাটস আই পণ্য কেনার এ সুবিধা থাকবে সারা বছর। পাশাপাশি কো-ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে কর্মজীবী পুরুষদের জন্য ফরমাল শার্টিং ও স্যুটিং।
এ ছাড়া ঘরে বসে শপিং করার সুযোগও থাকছে অনলাইনে (www.catseye.com.bd) ঠিকানায়।