ট্যান এড়াবেন কী করে
গরমে সাধারণত রোদের কারণে ত্বকে ট্যান পড়ে। যার ফলে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয় এবং ত্বকে কালচে ভাব দেখা দেয়। মুখের সঙ্গে হাত-পায়েও এর প্রভাব পড়ে। প্রতিদিনের একটু বাড়তি যত্ন আর সামান্য সাবধানতা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে।
রেড বিউটি সেলুনের কর্ণধার আফরোজা পারভিন বলেন, ‘ট্যান যেমন খুব সহজে পড়ে তেমনি খুব দ্রুত আবার চলেও যায়, যদি একটু বাড়তি যত্ন নেওয়া হয়। আর যদি এ সময় ত্বকের সঠিক পরিচর্যা না নেওয়া হয় তাহলে চেহারায় বলিরেখা পড়ার আশঙ্কা থাকবে এবং খুব তাড়াতাড়ি চেহারায় বয়সের ছাপ পড়বে।’
ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের ট্যান দূর করবেন তার কিছু সহজ উপায় জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন। একনজরে দেখে নিন কোন পদ্ধতিটি আপনার ত্বকের জন্য উপকারী :
• শুষ্ক ত্বকে গাজর ভালো করে পেস্ট করে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে মুখের ট্যান দূর হবে এবং ত্বক হয়ে উঠবে আরো উজ্জ্বল।
• দুই টেবিল চামচ ময়দা, এক চিমটি রান্নার হলুদ, এক টেবিল চামচ দুধ, এক টেবিল চামচ কমলার খোসা বাটা ঠান্ডা গোলাপজলের সঙ্গে মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর পানি দিয়ে ভিজিয়ে হালকা স্ক্রাবের মতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে খুব দ্রুত ত্বকের ট্যান দূর হবে এবং ত্বক হবে মসৃণ।
• তৈলাক্ত ত্বকে প্রতিদিন শসার রস দিয়ে ১০ মিনিট ম্যাসাজ করুন। এতে ত্বকের তৈলাক্তভাব কমে যাবে এবং ত্বকের কালচে ভাবও দূর হবে।
• প্রতিদিন বাইরে থেকে আসার পর এক টেবিল চামচ শসার রস, সমপরিমাণ লেবুর রস এবং গোলাপজল মিশিয়ে মুখে লাগান। প্রাকৃতিক ব্লিচের কাজ করে লেবুর রস। তাই এটি ত্বকের জন্য খুবই উপকারী। প্যাকটি শুকিয়ে গেলে ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন মুখের কালচে ভাব দূর হয়ে যাবে।
• পেস্ট করা চার-পাঁচটি স্ট্রবেরির সঙ্গে দুই টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ২০-৩০ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ট্যান দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, কালো দাগ দূর করে এবং ব্রণের সমস্যারও সমাধান করে।