ত্বক ও চুলের যত্নে টকদই
রোদ, ধুলাবালি আর ঘামের কারণে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। এই সমস্যা সমাধানে টকদই খুবই উপকারী। যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চাইলে সরাসরি মুখে লাগাতে পারেন অথবা কোনো কিছুর সঙ্গে মিশিয়ে প্যাকও বানিয়ে নিতে পারেন।
রেড বিউটি সেলুনের স্বত্বাধীকারিণী আফরোজা পারভিন বলেন, ‘টকদই ত্বকের রোদে পোড়া দাগ দূর করে এবং সেই সাথে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। এটি ত্বকে ময়েশ্চারাইজারেরও কাজ করে।’
অন্যদিকে সুস্থ ত্বকের জন্য যেমন টকদই জরুরি তেমন চুলের জন্যও টকদই খুবই উপকারী। গরমের রুক্ষ আবহাওয়ায় চুল নিষ্প্রাণ হয়ে যায়। চুলের স্বভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে টকদই ব্যবহার করুন। অন্তত সপ্তাহে এক দিন টকদইয়ের প্যাক বানিয়ে চুলে লাগান। দেখবেন চুল হয়ে উঠবে ঝরঝরে ও প্রাণবন্ত।
আফরোজা পারভিন বলেন, ‘চুলের যত্নে টকদইয়ের বিকল্প নেই। চুল পরা রোধ, খুশকি সমস্যার সমাধান এবং চুলের রুক্ষতা দূর করতে টকদই খুবই উপকারী।’
ত্বক ও চুলের যত্নে টকদইয়ের তৈরি কয়েকটি ঘরোয়া প্যাক সম্বন্ধে জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক সেসব পরামর্শ।
কোন প্যাকটি আপনার ত্বকের জন্য উপকারী
• টকদই, চন্দন ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি শুষ্ক এবং মিশ্র ত্বকের জন্য খুবই উপকারী।
• টকদই, মুলতানি মাটি, সামান্য গ্লিসারিন ও গোলাপজল ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন এই প্যাক ব্যবহার করলে ত্বকে টানটানে ভাব বজায় থাকবে।
• টকদইয়ে সঙ্গে চিনি ও লেবুর রস মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। এতে ত্বকের মরা কোষ খুব সহজে দূর হয়ে যাবে। কারণ এই প্যাক ত্বকে স্ক্রাবারের কাজ করে।
• টকদই, লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকে ক্লিনজিংয়ের কাজ করবে।
• শসার রস ও টকদই একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। এতে ত্বক হবে আরো উজ্জ্বল ও দাগহীন।
কোন প্যাকটি আপনার চুলের যত্নে কার্যকরী
• টকদইয়ের সঙ্গে লেবু মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগান। মাথার খুশকি দূর হয়ে যাবে।
• আমলকির পেস্টের সঙ্গে টকদই মিশিয়ে চুলে লাগালে চুল পড়া বন্ধ হবে।
• টকদইয়ের সঙ্গে কলা মিশিয়ে প্যাক তৈরি করুন। কলা চুলে নারিশমেন্টের কাজ করে।
• মেহেদির সঙ্গে টকদই মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগান। এতে চুলের রুক্ষতা দূর হবে।
• অলিভওয়েল, টকদই ও ডিম ভালো করে মিশিয়ে চুলে প্যাক হিসেবে ব্যবহার করুন। এতে চুল পড়া বন্ধ হবে এবং চুল হবে আরো ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।