অ্যালোভেরায় ত্বকের যত্ন
গরমের এই সময়ে ত্বকের পরিচর্যায় অ্যালোভেরা ব্যবহার করুন। এর ব্যবহারে ত্বক হয় মসৃণ ও নরম। অ্যালোভেরা সব ধরনের ত্বকেই বেশ কার্যকর। সে সঙ্গে সুবিধার বিষয়, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এমনকি সংবেদনশীল ত্বকের ক্ষেত্রেও অ্যালোভেরা খুবই উপকারী।
রেড মেকওভার স্যালনের কর্ণধার বিউটি এক্সপার্ট আফরোজা পারভিন বলেন, ‘অ্যালোভেরার নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বকের পোড়া দাগ দূর হয়। এমনকি মেছতা ও ব্রণের দাগ দূর করতেও অ্যালোভেরার রস ভালো কাজ দেয়।’
অ্যালোভেরা দিয়ে তৈরি ঘরোয়া কয়েকটি প্যাক সম্পর্কে জানিয়েছেন আফরোজা পারভিন। জেনে নিন, এর মধ্যে কোন প্যাকটি আপনার ত্বকের জন্য উপকারী :
• অ্যালোভেরা শুষ্ক ত্বকে সরাসরি ব্যবহার করতে পারেন। এটি ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে এবং ত্বককে নরম ও মসৃণ করে।
• কলা, পেঁপে বা আপেলের সঙ্গে অ্যালোভেরা পেস্ট করে মুখে লাগান। এই প্যাক মিশ্র ত্বকের জন্য খুবই উপকারী। এটি ত্বকের কালো দাগ দূর করে।
• তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, কমলার রস ও অ্যালোভেরার পেস্ট একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলতেলে ভাব দূর হবে এবং ত্বক টানটান হবে।
• শুষ্ক ত্বকে দুধের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মুখে লাগান। এতে ত্বক উজ্জ্বল ও নমনীয় হবে।
• চালের গুঁড়ার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এই প্যাকটি ত্বকে স্ক্র্যাবের কাজ করে।
• অ্যালোভেরার সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগালে ত্বকের কালচে ভাব দূর হয়।