ত্বকের শুষ্কতা দূর করুন
গরমের এই সময়টাতে শুষ্ক ত্বক আরো শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে যায়। যার ফলে ত্বক তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ত্বকের লাবণ্যতা নষ্ট হয়ে ত্বক হয়ে পড়ে প্রাণহীন। তাই এ সময়ে প্রয়োজন ত্বকের বাড়তি যত্নের।
রেড বিউটি সেলুনের স্বত্বাধিকারিণী আফরোজা পারভীন বলেন, ‘গরমের এই সময়টাতে যদি শুষ্ক ত্বকের সঠিক পরিচর্যা না করা হয় তাহলে ত্বক কালচে হয়ে যাবে এবং চেহারায় বয়সের ছাপ পড়ে যাবে। তাই যতই ব্যস্ত থাকুন না কেন এই সময়টাতে ঘরোয়া উপায়ে সৌন্দর্যচর্চা খুবই জরুরি।’
ত্বকের শুষ্কতা দূর করতে ঘরোয়া উপায়ে তৈরি কয়েকটি ফেইস প্যাক সম্বন্ধে জানিয়েছেন বিউটি এক্সপার্ট আফরোজা পারভীন। জেনে নিন কোন প্যাকটি আপনার ত্বকের জন্য কার্যকরী-
- কলা, মধু, দুধ অথবা টকদই একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বক নরম ও উজ্জ্বল করে।
- গাজরের সঙ্গে আমন্ড বাদামের তেল এবং মধু মিশিয়ে মুখে লাগালে ত্বকের রিঙ্কেল দূর হয় এবং ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত।
- অ্যাভোকাডোর সঙ্গে মধু অথবা টকদই মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের রুক্ষতা দূর হয়।
- দুধের সঙ্গে এপ্রিকট দিয়ে ফেইস মাস্ক তৈরি করে মুখে লাগান। এরপর হালকাভাবে ত্বকে লাগিয়ে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করতে এটি বেশ কার্যকর।
- আপেলে রসের সঙ্গে দুধ মিশিয়ে পুরো মুখে লাগিয়ে ঘষতে থাকুন। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে এবং ত্বককে মসৃণ করে।