মার্জিত দেখাতে ছয় পোশাক
আপনি যখন কোনো পারিবারিক অনুষ্ঠানে যান তখন অনেক আত্নীয়-স্বজন থাকে। সবার মানসিকতা এক থাকে না। সবার রুচি এক না। তাই এ সময় নিজেকে মার্জিত ভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। মার্জিত দেখাতে পোশাক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। শাড়ি, কুর্তি, সেলোয়ার কামিজ বেছে নিতে পারেন। এ সব ঐতিহ্যবাহী পোশাক আপনাকে সবার থেকে অনন্য করে তুলতেও সাহায্য করবে।
পাঞ্জাবি স্যুট
থ্রেডওয়ার্ক, এমব্রয়ডারি, মিররওয়ার্ক, টাসেলস, সিকুইনস পাঞ্জাবি স্যুট পড়তে পারেন। এই পোশাক উত্সবের জন্য একটি প্রাণবন্ত দৃষ্টিভঙ্গি এনে দেবে। পেস্টেল রঙের পাঞ্জাবি স্যুট বেছে নিতে পারেন। এই রঙ এখন বেশ চলছে। এ সব ড্রেসের সাথে প্যালাজো প্যান্ট এবং ম্যাচিং দোপাট্টা পড়ুন। নিজেকে আরও আকর্ষণীয় দেখাতে পুঁথিযুক্ত গহনা এবং ম্যাচিং জুতা পড়তে পারেন। খুব জমকালো মেকআপ করা থেকে বিরত থাকুন। চুল কার্লি করে নিতে পারেন।
আনারকলি
আনারকলি পোশাকগুলো সব সময় জ্বলন্ত ফ্যাশন। এই ধরণের পোশাক স্টাইলিশ দেখানোর আদর্শ উপায়। এর সাথে সামান্য গহনা, পটলি ব্যাগ, ম্যাচিং কোলহাপুরী চপল আপনাকে করে তুলবে অনন্য। পোশাকের রঙের সাথে মানানসই মেকআপ করুন। চুল খোলা রাখুন।
কো-অর্ড
কো-অর্ড সেটগুলো ট্রেন্ডিং। এ সব পোশাক ফিউশন স্টাইল হিসেবে প্রদর্শন করা যেতে পারে। স্কার্ট বা প্যান্টের সাথে ক্রপ টপের সংমিশ্রণ, ম্যাচিং জ্যাকেট বা শ্র্যাগ আপনাকে করে তুলবে স্টাইলিশ। এ ধরনের পোশাকগুলো ফ্লোরাল প্রিন্টেড হয়ে থাকে। এর সাথে ন্যূনতম গহনা বেছে নিন। খোলা সোজা চুলের স্টাইল করে নিতে পারেন।
কাফতান পোশাক
কাফতান পোশাক সবার মাঝে আপনাকে আলাদা করে তুলবে। প্রাণবন্ত রঙের পোশাক নির্বাচন করুন। যারা আরামদায়ক-ফিট পোশাক পছন্দ করেন তাদের জন্য এটি একটি আদর্শ পছন্দ। থ্রেডওয়ার্ক, মিররওয়ার্ক এবং ট্যাসেলের সাথে এ সব পোশাক বেশ আধুনিকতার ছোঁয়া এনে দেয়। এই পোশাকের সাথে করে নিতে পারেন স্মোকি আই মেকআপ। চুলে একটি খোঁপা বেধে নিতে পারেন।
সিল্ক শাড়ি
সিল্ক শাড়ি কালজয়ী পছন্দ। যেকোনো উৎসবে একটি সিল্ক শাড়ি বেছে নিতে পারেন। পেস্টেল গোলাপী এবং নরম সবুজ রঙের সিল্ক শাড়ি যেকোনো অনুষ্ঠানে মানিয়ে যায়। এর সাথে ভারী নকশা করা ব্লাউজ বেছে নিন। সাথে ঝুমকা কানের দুল পড়তে পারেন। ম্যাট মেকআপ করুন। চুলে খোঁপা করে নিন।
টাই ডাই শাড়ি
টাই ডাই শাড়ির এখন বেশ চলন দেখা যাচ্ছে। নানা রঙ থাকায় এই ধরনের শাড়িতে আপনাকে দেখাবে প্রাণবন্ত। এটি আধুনিকতার ইঙ্গিত যুক্ত করবে। মাল্টি-কালার টাই-ডাই প্রিন্ট শাড়ি ম্যাচিং ব্লাউজ দিয়ে পড়ুন। অক্সিডাইজড গহনা, ন্যূনতম মেকআপ, খোলা চুলে আপনি অনুষ্ঠানে আলোড়ন সৃষ্টি করবেন।
সূত্র- বোল্ডস্কাই