আপনি উচ্চাকাঙ্ক্ষী, বুঝবেন যে এগার লক্ষণে
উচ্চাভিলাষ, স্বপ্ন ও সঠিক পরিকল্পনা—এ তিন শব্দের কার্যকর ব্যবহার যদি কেউ করে, তাহলে সাফল্য হাতের মুঠোয় ধরা দিতে বাধ্য। উচ্চাকাঙ্ক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তা আপনাকে উদ্যমী হতে সাহায্য করে। টাইমস অব ইন্ডিয়া কিছু লক্ষণ প্রকাশ করেছে, যা দেখে নিজেই প্রমাণ পেয়ে যাবেন আপনি একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ কি না। চলুন দেখে নেওয়া যাক।
১. আপনি যখন স্বপ্ন দেখেন, তখন সব সময় জনপ্রিয় কোনো অভিনেতা কিংবা ব্যক্তির মতো নিজেকে মনে করেন।
২. কাজের প্রতি অনেক বেশি নিষ্ঠাবান, এমনি কিছু ক্ষেত্রে আপনার বসের চেয়েও আপনি কর্মোদ্যমী। আপনার সহকর্মীরাও কাজের বিষয়ে আপনাকে খুব আস্থাভাজন মনে করে। কারণ, আপনি দায়িত্বসহকারে ও সময়মতো সব কাজ করেন।
৩. নতুন কিছু শেখা এবং কাজ করার আকাঙ্ক্ষা আপনার ভেতর অনেক বেশি। গতানুগতিক নিয়মে কাজ করতে আপনি খুব অপছন্দ করেন।
৪. আপনার চিন্তার জগৎ সব সময় সচল থাকে এবং প্রতিনিয়তই নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য বিভিন্ন বিষয়ে চিন্তা করেন।
৫. আপনি মোটেই ধৈর্যশীল নন। যেকোনো কাজ দ্রুত করার চেষ্টা করেন। বিশেষ করে ক্যারিয়ারের জন্য ভালো এমন যেকোনো কিছু করতে আপনি বিন্দুমাত্র অপেক্ষা করতে রাজি নন।
৬. আপনার দূরদৃষ্টি ভালো। আজ থেকে পাঁচ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চান, তা আপনি এখন থেকেই ভেবে রেখেছেন।
৭. নিজের শক্তিশালী ও দুর্বল দিক খুঁজে বের করতে অনেক সময় ধ্যানমগ্ন থাকেন। সৃজনশীল চিন্তা আপনি বেশি করেন।
৮. অন্যদের চেয়ে আপনার ভাবনা সব সময় এক ধাপ এগিয়ে।
৯. আপনি মনে করেন, ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্ন আপনি বুনেছেন, তা আপনার কাছে সবচেয়ে দামি।
১০. নানা ধরনের চাপের ভেতর নিমজ্জিত রয়েছেন, কিন্তু তারপরও আপনার লক্ষ্য অর্জনে কোনো না কোনো উপায় খুঁজে বের করেন।
১১. চাকরি এখন সোনার হরিণ। তার পরও আপনি চাকরির পেছনে ছুটতে নারাজ। আপনি এমন করে নিজেকে গড়তে করতে চান, যেন চাকরি আপনার দরজায় কড়া নাড়ে।