বিসিএল শুরুর দিনই করোনার হানা
করোনার বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আজ রোববার প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে টুর্নামেন্টটি। কিন্তু, টুর্নামেন্ট শুরুর দিনই বড় ধাক্কা খেল ওয়ালটন সেন্ট্রাল জোন। দলটির ওপেনিং ব্যাটার আবদুল মজিদ করোনা পজিটিভ হয়েছেন।
তবে, ব্যাপারটি নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সেন্ট্রাল জোনের ফ্র্যাঞ্চাইজি ওয়ালটনের দাবি—তাদের করানো র্যাপিড টেস্টে নেগেটিভ এসেছেন তিনি।
গত শুক্রবার রাত মধ্যাঞ্চলের ক্রিকেটারদের করোনার টেস্টের নমুনা নেয় বিসিবি। আজ রোববার সকালে যখন ওয়ালটন সেন্ট্রাল জোন একাদশ সাজাচ্ছে। ঠিক তখনই আসে করোনা টেস্টের ফল। আর সেখানে দেখা যায় মজিদ পজিটিভ। পরে আর খেলার অনুমতি দেওয়া হয়নি তাঁকে।
এ ঘটনার পরই পুনরায় ওয়ালটনের পক্ষ থেকে মজিদের র্যাপিড টেস্ট করানো হয়। সেখানেও নেগেটিভ আসে ফল। ওয়ালটনও জানিয়েছে, মজিদ পুরোপুরি সুস্থ ও ফিট ছিলেন। কিন্তু, টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী খেলার অনুমতি দেওয়া হয়নি মজিদকে। তাই, বড় দুঃসংবাদ নিয়েই প্রথম রাউন্ডের লড়াই শুরু করেছে সেন্ট্রাল জোন।
আজ দুই ভেন্যুতে শুরু হয়েছে এবারের বিসিএল। প্রথম রাউন্ডে (১২-১৫ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নেমেছে দুবারের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোন এবং বিসিবি নর্থ জোন। আর, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বিসিবি সাউথ জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন।
এরপর ১৯ থেকে ২২ ডিসেম্বর হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এ রাউন্ডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন। অন্যদিকে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়বে বিসিবি সাউথ জোন ও বিসিবি নর্থ জোন।
তৃতীয় ও শেষ রাউন্ডের খেলা হবে আগামী ২৬ থেকে ২৯ ডিসেম্বর। এ রাউন্ডে চট্টগ্রামে মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন। আর, ইসলামী ব্যাংকের মুখোমুখি হবে বিসিবি নর্থ জোন। ২ থেকে ৬ জানুয়ারি মিরপুর শেরেবাংলায় হবে ফাইনাল রাউন্ডের খেলা।