পাবনায় আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার চেয়ারম্যান প্রার্থীর অর্থদণ্ড
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরু নবী মণ্ডল দুলাল মাস্টারকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডীপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন গতকাল রোববার বিকেলে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে খানমরিচ ইউপির নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নুরু নবী দুলাল মাস্টার গতকাল রোববার বিকেলে ময়দানদীঘি বাজার এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল ও শতশত কর্মী-সমর্থক নিয়ে চন্ডীপুর বাজারের দিকে শোভাযাত্রা ও মিছিল করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুরু নবী মণ্ডল দুলাল মাস্টারকে আট হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেযারম্যান পদপ্রার্থী নুরু নবী মন্ডল দুলাল মাস্টারকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।