এ বছর ১০ কোটি ফোন বিক্রি করেছে হুয়াওয়ে
এ বছর দারুণ গেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের। হুয়াওয়ে মেট-৭ ফোনটি বাজারে দারুণ সাড়া জাগিয়েছে। সফটওয়্যারে কিছু সমস্যা থাকলেও হার্ডওয়্যারের দিক থেকে সেটি কাটিয়ে নিয়েছে স্মার্টফোনটি। মেট ৭-এর রিয়ার প্যানেলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পারফরম্যান্স দারুণ।
এ ছাড়া মেট এস, নেক্সাস ৬পি এবং মেট-৮ সেটগুলোও বেশ জনপ্রিয় হয়েছে। হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ১০ কোটিরও বেশি ফোন বিক্রি করেছে তারা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড অথরিটি।
এর মাধ্যমে স্মার্টফোন বিক্রির দিক থেকে স্যামসাং ও অ্যাপলের প্রায় কাছাকাছি চলে এসেছে ওয়ানপ্লাস। স্মার্টফোন-বিষয়ক ওয়েবসাইট জিএসএম এরেনা জানিয়েছে, স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে বর্তমানে বিশ্ববাজারে হুয়াওয়ের অবস্থান তৃতীয়। স্যামসাং ও অ্যাপলের পরেই এর অবস্থান।
চীনা প্রতিষ্ঠান হওয়ায় এশিয়ার বাজারে বেশ ভালো অবস্থানেই রয়েছে ওয়ানপ্লাস। তবে পশ্চিমা দেশগুলোর বাজারে খুব একটা সুবিধা করতে পারছে না ওয়ানপ্লাস। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেট ৮ ও অনার ৫এক্স স্মার্টফোন দুটি দিয়ে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করবে হুয়াওয়ে। আগামী বছর যুক্তরাষ্ট্রের বাজারে একটি স্মার্টওয়াচও ছাড়বে তারা।
হুয়াওয়ের তৈরি নেক্সাস ৬পি স্মার্টফোনটি এ বছর অ্যানড্রয়েড অথরিটি ওয়েবসাইটের জরিপে ‘পিপলস চয়েস’ বিভাগে সেরা অ্যানড্রয়েড ফোনের পুরস্কার পেয়েছে।
কয়েকদিন আগেই তারা চীনের বাজারে ছেড়েছে মেট-৮ ফ্ল্যাগশিপ। বেশ ভালো বিক্রি হচ্ছে সেটটি। আগামী মাসে কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) এ ভালো চমক নিয়ে আসবে হুয়াওয়ে।