রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের চারজন, স্বতন্ত্র দুজন চেয়ারম্যান
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চারজন এবং স্বতন্ত্র দুই প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আজ রোববার রাত ৯টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে কিসমত গণকৈড় ইউনিয়নে আবুল কালাম আজাদ সাত হাজার ২৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের আকবর আলী পেয়েছেন পাঁচ হাজার ৫৪৫ ভোট পেয়েছেন। পানানগর ইউনিয়নে নৌকা প্রতীকে আজাহার আলী খাঁ পাঁচ হাজার ৭৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আদম আলী পেয়েছেন চার হাজার ৮৫২ ভোট।
ঝালুকা ইউনিয়নে নৌকা প্রতীকের আকতার আলী সাত হাজার ৯৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মোজাহার আলী পেয়েছেন পাঁচ হাজার ২২৮ ভোট। জয়নগর ইউনিয়নে নৌকা প্রতীকের মিজানুর রহমান ১০ হাজার ৭২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের শমসের আলী পেয়েছেন চার হাজার ৮৬৮ ভোট। নওপাড়া ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল আলম নয় হাজার ৮৬২ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের সাইফুল ইসলাম পেয়েছেন সাত হাজার ৫৮১ ভোট পেয়েছেন।
দেলুয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিয়াজুল ইসলাম সাত হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আহসান হাবিব পেয়েছেন ছয় হাজার ৯১৫ ভোট।