নোয়াখালীর চার পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী প্রচার
নোয়াখালীর চার পৌরসভায় নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। একটি আসন বাদে সবকটিতেই রাত-দিন প্রচার চালাচ্ছেন মেয়র প্রার্থীরা। আর সব পৌরসভাতেই প্রচারে ব্যস্ত কাউন্সিলরসহ সব প্রার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে নোয়াখালীর চাটখিল, চৌমুহনী, বসুরহাট ও হাতিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চাটখিলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ উল্লা পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এ পৌরসভায় কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩০ জন ও মহিলা সংরক্ষিত আসনে আটজন।
চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হয়েছেন সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সাল এবং বিএনপি থেকে জহির উদ্দিন হারুন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হয়েছেন মো. জাকির হোসেন জাসেদ। এ পৌরসভায় মূলত বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে লড়াই হবে। পৌরসভায় কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন।
বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র মির্জা কাদের ও বিএনপি থেকে কামাল উদ্দিন আহমেদসহ চারজন প্রার্থী হয়েছেন। কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা আসনে নয়জন প্রার্থী হয়েছেন।
হাতিয়া পৌরসভায় আওয়ামী লীগ থেকে সাবেক মেয়র ইউছুফ আলী ও বিএনপি থেকে আবদুর রহিম, স্বতন্ত্র অ্যাডভোকেট সাইফ উদ্দিন, মাসদুর রহমান ও নেওয়াজুর রহমান মেয়র পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া কাউন্সিলর প্রার্থী আছেন ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী নয়জন।
নোয়াখালীর জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, আসন্ন নির্বাচনে সব পৌরসভার ভোট গ্রহণ স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। র্যাব ও সাদা পোশাকধারী পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার হবে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।