৩১ ডিসেম্বর খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
উপজেলা নির্বাচনের কারণে এবার বছর শেষের ব্যাংক হলিডে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ওই দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন চলবে।
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের বিষয়টি জানিয়েও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির সঙ্গে মিল রেখে ৩১ ডিসেম্বর উভয় শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে বলে জানিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) জানিয়েছে, পৌরসভা নির্বাচনের কারণে ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক হলিডের সঙ্গে মিল রেখে ৩১ ডিসেম্বর পুঁজিবাজারে লেনদেন ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। ১ জানুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় স্বাভাবিকভাবেই লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকে। এবার পৌরসভা নির্বাচনের কারণে নির্বাচনী এলাকায় ৩০ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে ৩১ ডিসেম্বর ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর ১ জানুয়ারি ব্যাংক হলিডে ঘোষণা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ৩০ ডিসেম্বর সারা দেশে নির্বাচনসংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। এ কারণে ২০১৫ সালের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সুবিধার্থে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সব তফসিলি ব্যাংক যথারীতি খোলা থাকবে। ৩০ ডিসেম্বর বন্ধ থাকা শাখাগুলোর ওপর চেক উপস্থাপনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
বার্ষিক হিসাবের সুবিধার্থে প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন হয়। এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো লেনদেন হয় না। ব্যাংকগুলো এদিন বার্ষিক হিসাব চূড়ান্ত করে। এবার ৩০ ডিসেম্বর ২৩৪ এলাকায় ব্যাংক শাখা বন্ধ থাকার কারণে হিসাবে কিছুটা গরমিল হওয়ার আশঙ্কায় ব্যাংক হলিডে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।