আইএস হেরে গেলেও হারবে না ১৫ জঙ্গি সংগঠন!
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হেরে গেলেও হারবে না আরো ১৫টি ধর্মভিত্তিক জঙ্গি সংগঠন। নতুন এক সমীক্ষায় এই তথ্য দিয়েছে সেন্টার অন রিলিজিয়ন অ্যান্ড জিওপলিটিকস (সিআরজি)। এই গবেষণা সংস্থাটির সাথে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্ত রয়েছেন।
সংস্থাটির জরিপে বলা হয়েছে, সিরিয়া ও ইরাকে সাম্প্রতিক মার্কিন ও বিভিন্ন জোটের বিমান হামলায় ক্রমাগত ধ্বংস হচ্ছে (আইএস)। কিন্তু তাতেও বিশ্বের নিরাপত্তা শংকা বাড়ছে বই কমছে না। কারণ, বিশ্ববাসীর জন্য এখন সবচাইতে বড় বিপদের খবর হলো সেসব জঙ্গি সংগঠন যারা আইএসের মতবাদ ধারণ করে।
বিশ্বব্যাপী এ ধরনের ১৫ টি সংগঠনের এক লাখেরও বেশি যোদ্ধা আছে বলে সংস্থাটি উল্লেখ করছে।
সিআরজির জরিপ অনুযায়ী, সিরিয়ায় চলমান এই যুদ্ধটি মূলত ‘আদর্শিক’। আর এই কারণে আইএসের সামরিক শাখাকে পরাস্ত করার মাধ্যমে বিশ্বব্যাপী চলমান জিহাদকে শেষ করা যাবে না। কারণ আইএস যদি হেরে যায়, তাহলে এটির যোদ্ধারা ছড়িয়ে পড়বে এবং তারা অন্যান্য চরমপন্থীদের সাথে মিলে সিরিয়ার বাইরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।
সংস্থাটি এই বলেও সতর্ক করে দিচ্ছে যে আইএস যদি হেরে যায়, তাহলে এই জঙ্গি সংগঠনটির যোদ্ধারা ছড়িয়ে পড়বে এবং তারা অন্যান্য চরমপন্থীদের সাথে মিলে সিরিয়ার বাইরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই বলে হামলা চালাবে যে, ‘পশ্চিমারা আমাদের খেলাফত ধ্বংস করে দিয়েছে।’