মাশরাফীদের অনুশীলনে এয়ার অ্যাম্বুলেন্স
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকার খেলোয়াড়রা। তামিম ইকবাল ব্যাটিং প্রাকটিস করছিলেন, অন্যরা করছিলেন ফিল্ডিং অনুশীলন। ঠিক এমন সময় সেখানে নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স। যা ক্রিকেটারদের অনুশীলনে ব্যাঘাত ঘটে।
আজ রোববার এমএ আজিজ স্টেডিয়ামে বেলা একটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি মাঠে নামে। যাতে প্রচুর ধুলো, মরা ঘাস উড়িয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামা লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয় মাঠকর্মীদের।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহবুদ্দিন শামীম সাংবাদিকদের জানান, এয়ার অ্যাম্বুলেন্স নামার অনুমতি ছিল। তবে পাইলট মাঠের ভুল জায়গায় নেমেছেন। যাতে খেলোয়াড়দের অনুশীলনে কিছুটা ব্যাঘাত ঘটে।
জানা গেছে, একজন মুমূর্ষু রোগীকে ঢাকায় নেওয়ার জন্য হেলিকপ্টারটি চট্টগ্রামে উড়িয়ে নেওয়া হয়। মানবিক কারণেই মাঠে নামার অনুমতি দেয় কর্তৃপক্ষ। গত ২১ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সেই রোগী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।