হত্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
যারা মানুষ হত্যার মাধ্যমে বিভেদ সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনী মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসের অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। আশেকানে মাইজভাণ্ডারি অ্যাসোসিয়েশন এর আয়োজক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী। এতে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
অনুষ্ঠানে ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে বক্তারা বলেন, এতে জঙ্গিবাদের স্থান নেই। তাঁরা বলেন, ইসলামের কোথাও মানুষ হত্যার কথা নেই।
বক্তাদের ভাষায়, হজরত মুহাম্মদ (সা.) আজীবন মানবতার সেবায় কাজ করে গেছেন। এই আদর্শকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে, যার কারণে ইসলামের নামে জঙ্গি হামলা হচ্ছে।
ধর্মীয় আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে-মিলাদুন্নবী( সা.)।