হিন্দু ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে
নরসিংদী পৌরসভার আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী এস এম কাইয়ুম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের প্রার্থী হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দিচ্ছেন। এ সময় তিনি তাঁর সমর্থকদের ওপর হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগও তুলেন।
আজ রোববার সকালে শহরের রাঙামাটি এলাকায় প্রধান নির্বাচনী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এস এম কাইয়ুম।
যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভার মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এটি আমার বিরুদ্ধে অপপ্রচার। আমার কোনো সমর্থক বা নেতা-কর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। আমি আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচন করছি। সুষ্ঠু ভোট হলে এখানকার ভোটারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিগত দিনের মতোই নির্বাচিত করবেন।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস এম কাইয়ুম অভিযোগ করেন, ‘আমার প্রতি ভোটারদের বিপুল সমর্থনে বিরোধী প্রার্থীদের বুকে ভীতির সৃষ্টি হয়েছে। এদের মধ্যে মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান নির্বাচনের পরিবেশ নষ্টের জন্য বেপরোয়া হয়ে উঠেছেন। কামরুজ্জামানের সমর্থকরা ভোটারদের হুমকি, ক্যাম্প দখল, আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা, মামলা দিচ্ছে এবং পোস্টার ছিঁড়ে ফেলছে।’
‘কামরুজ্জামান শহরের বিভিন্ন এলাকায় সাধারণ ও হিন্দু সম্প্রদায়ের ভোটারদের হুমকি দিচ্ছেন। একইসঙ্গে প্রচার করছেন, শুধু মামলা দিয়ে আমার নেতা-কর্মীদের হয়রানি নয়, নির্বাচনে সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি কেন্দ্র দখল করে নিবেন। জোর করে ভোটারদের নাগরিক অধিকার কেড়ে নিবেন।’
স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এস এম কাইয়ুম সুষ্ঠু নির্বাচনের স্বার্থে হয়রানি বন্ধ এবং পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহমেদ জুয়েলসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।