শীত বাড়ছে না, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
শীত বাড়ছে না, প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা। এ ছাড়া ভোরের দিকে কিছুটা কুয়াশা দেখা দিতে পারে। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা দিতে পারে।
পূবার্ভাসে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে। তবে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।