মসজিদের মাইকে ডাকাতির খবর, গণপিটুনিতে নিহত ২
মানিকগঞ্জে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। সদর উপজেলার একটি মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার হলে তিন জনকে ধরে পিটুনি দেন এলাকাবাসী। গতকাল বুধবার দিনগত রাতের শেষদিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ আজ বৃহস্পতিবার সকালে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন। পরে আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, গতকাল বুধবার রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় গণপিটুনির শিকার তিন জন ডাকাত সদস্য বলে দাবি করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে আলী আহমেদ জানান, ১০ থেকে ১৫ জনের ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে তাঁদের বাড়িতে হানা দেয়। মুখোশ পরা ডাকাত দল দুটি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তাঁরা ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং তিন লাখ টাকা লুট করে। লুটের সময় চিৎকার করলে ডাকাত সদস্যেরা গুলির হুমকি দেয়।
আলী আহমেদ আরও জানান, প্রতিবেশীরা ডাকাতির বিষয় টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে খবর প্রচার করেন। ডাকাত দলের সদস্যেরা বাড়ি থেকে বের হলে স্থানীয় লোকজন তাঁদের ধাওয়া করে। বেশির ভাগ ডাকাত পালিয়ে গেলেও স্থানীয় লোকজন তিন জনকে ধরে গণপিটুনি দেন।
আজ সকাল ৮টার দিকে আহত তিন ডাকাত সদস্যকে পুলিশে দেওয়া হয়।
এ তথ্য নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক টুটুল উদ্দিন জানান, আহত তিন জনকে সকাল ৯টার দিকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। একজনের চিকিৎসা চলছে। হতাহত ডাকাত সদস্যদের পরিচয় এখনও জানা যায়নি।