লক্ষ্মীপুরে চা-দোকানিকে ঝলসে দেওয়ার ঘটনায় যুবক আটক
লক্ষ্মীপুরে গরম পানি দিয়ে এক প্রতিবন্ধী চা-দোকানিকে ঝলসে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় আলমগীর হোসেন নামের ওই প্রতিবন্ধী দোকানিকে ঝলসে দেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি হলে জহির আহম্মেদ রিপন ভূঁইয়া নামের এক যুবককে আটক করা হয়। সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রাম থেকে রিপনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় পাওনা টাকা চাইলে রিপন ভূঁইয়া দোকানির দিকে গরম পানির কেটলি ছুঁড়ে মারেন। এতে দোকানি আলমগীরের শরীর ঝলসে যায়। রায়পুর উপজেলার কাজির দিঘির পাড় বাজারের চা দোকানি আলমগীর ঝলসে যাওয়ার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে রিপনকে আটক করা হয়।
আহত চা দোকানি আলমগীর ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন প্রায়ই আলমগীরের দোকানে আসেন। এসে চা-সিগারেটসহ বিভিন্ন খাবার খেয়ে টাকা দেন না। টাকা চাইলে পরে দেবেন বলে চলে যান। মাঝে মধ্যে দলবল নিয়ে এসে খেয়ে চলে যান। গতকাল সন্ধ্যায় দোকানে এসে রিপন চা-সিগারেট নেন। এ সময় আলমগীর টাকা চাইলে রিপন দেবেন না বলে জানান। আলমগীর তাঁকে আর দোকানে না আসার জন্য বললে বাদানুবাদের সৃষ্টি হয়। একপর্যায়ে গ্যাসের চুলার ওপর থাকা গরম পানিসহ চায়ের কেটলি আলমগীরের শরীরে ছুঁড়ে মারেন রিপন। এতে আলমগীরের হাত, হাঁটু, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা আলমগীরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
আলমগীরের মেয়ে রত্না আক্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘ভয়ে প্রথমে আমরা মামলা করতে পারিনি। রিপন আমার বাবাকে ঝলসে দিয়েছে। আমরা থানায় গিয়ে মামলা করব।’
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘রিপনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার থানায় এখনও অভিযোগ দেয়নি। তারা মামলা করলে রিপনকে গ্রেপ্তার দেখানো হবে।’