টাঙ্গাইলে ৬২ কেজি গাঁজাসহ আটক ২, ট্রাক জব্দ
মাদকবিরোধী অভিযানে টাঙ্গাইলের মির্জাপুর থেকে ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। এসময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার কোমরপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭), একই জেলার গোবিন্দকাঠি গ্রামের রবিউল ইসলাম (৫০)।
পুলিশ সুপার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’এর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছিল। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।