ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ডুবল সিমেন্টবোঝাই বাল্কহেড, নিখোঁজ ২
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। ডুবে যাওয়া নৌযানে পাঁচ জন ছিলেন। তাঁদের তিন জনকে উদ্ধার করা গেলেও দুজনের খোঁজ মেলেনি।
নিখোঁজ দুজন হলেন—ট্রলারের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। তাঁদের বাড়ি মানিকগঞ্জে।
জানা গেছে, এমডি জাহিদ-৩-এর ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। আজ শনিবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া নৌযানের জীবিত উদ্ধার হওয়া তিন জন ও নৌপুলিশ সূত্রে জানা যায়, সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে যাত্রা করে বাল্কহেডটি। গন্তব্যস্থল ছিল পাবনার নগরবাড়ি। নৌযানটি মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় মাস্টার সুফিয়ানসহ (৩৬) লস্কর জুয়েল রানা ও বিল্লালকে সাঁতরে আরেকটি ট্রলারে উঠতে সক্ষম হয়। বাকিদের খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম জানান, খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিমও রয়েছে। দুর্ঘটনার পরপরই যাত্রীবাহী লঞ্চটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তা আটক করা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মনিরুজ্জামান জানান, নারায়ণগঞ্জ থেকে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।