হবিগঞ্জে ইজতেমা মাঠে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
হবিগঞ্জ শহরঘেঁষা সুলতান মামদপুর এলাকায় চলছে তাবলিগ জামাতের তিনদিনব্যাপী ইজতেমা। আজ শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করা হয়।
জুমার জামাতে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা যুবায়ের আহমদ। নামাজে লাখো মুসল্লির সমাগম ঘটে। এতে ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন। এ ছাড়া অংশ নেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, স্থানীয় রাজনৈতিক নেতাসহ প্রশাসনের কর্মকর্তারা।
সুলতান মামদপুর এলাকায় হবিগঞ্জ-লাখাই সড়কের দুই পাশে ইজতেমায় আসা মুসল্লিদের জন্য চারটি গেট করা হয়েছে। মুসল্লিদের অজুর ব্যবস্থা এবং শৌচকর্মের জন্য অসংখ্য টয়লেট নির্মাণ করা হয়েছে। পানি খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশের ক্যাম্প করা হয়েছে। পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করছে।
আগামীকাল শনিবার পর্যন্ত চলবে ইজতেমা। ইজতেমায় আসা মুসল্লিরা পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকির-আসকার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা উলামায়ে কেরামরা ইজতেমার মঞ্চে বয়ান করছেন। প্রতি ওয়াক্ত নামাজে হাজার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন।
আয়োজকরা জানান, টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমার অংশ হিসেবে এবার দেশের ৩২টি জেলায় আঞ্চলিক ইজতেমা হচ্ছে।