নিরাপত্তা পরিস্থিতি দেখে বিএনপিকে সমাবেশের অনুমতি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হবে।
আজ রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো কর্মসূচি করবে, এটাই তো স্বাভাবিক। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়।’ যেকোনো ধরনের নিরাপত্তার আশঙ্কা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে এবং ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাহীনতার শঙ্কা না থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেবে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, মন্ত্রী ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।