বোমা হামলার পর কোপ, দুই আ.লীগ কর্মী নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে দুর্বৃত্তদের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগের দুই কর্মী নিহত ও দুজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টায় গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে হামলার এ ঘটনা ঘটে।
নিহত দুই কর্মীর নাম মোহাম্মদ আলী (৫০) ও মো. শাহাবুদ্দীন (৭৫)। আহত হয়েছেন একই পাড়ার মো. শাহাবুদ্দীনের স্ত্রী মালেকা খাতুন (৫৮) ও আবদুল মোমিন (৩৮)। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শাহাবুদ্দীনের ছেলে রিপন হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাবা গঙ্গাদাসপুর পূর্বপাড়ার মসজিদের পাশে নিজের মুদি দোকানে বসেছিলেন। দোকানের সামনের বেঞ্চে বসে তাঁর মা ও কয়েকজন গ্রামবাসী গল্প করছিলেন। এ সময় ৩০-৩৫ দুর্বৃত্ত দোকান লক্ষ্য করে পরপর সাতটি বোমা হামলা চালায়। এর পর ধারালো হাঁসুয়া ও ফলা দিয়ে চারজনকে কুপিয়ে জখম করে চলে যায়।
হামলায় ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়। এ ছাড়া বোমায় শাহাবুদ্দীনের ডান পা ও মোমিনের বাঁ হাত উড়ে যায়। মালেকা বেগমের পেট ও পিঠে ধারালো অস্ত্রের জখম হয়। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সোয়া ১০টায় গুরুতর আহত মো. শাহাবুদ্দীন মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের লাশ উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও জানান তিনি।