পাবনায় মাদক মামলায় ৩ বছরের কারাদণ্ড
পাবনায় মাদক মামলায় এক ব্যক্তিকে তিন বছরের সাজা ও অর্থ দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আজমত খাঁর (৪১) বাড়ি আতাইকুলা থানার রঘুনাথপুর মধ্যপাড়ায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ জুলাই পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল রঘুনাথপুর মধ্যপাড়ায় আজমত খাঁর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। এ ঘটনায় পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন।
পরে এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন উপপরিদর্শক আব্দুর রহমান আজমত খাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আদালতের বিচারক অভিযুক্ত আজমত খাঁকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আরিফ হাসান।