খাগড়াছড়িতে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আহত
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল মংজয় চাক (৪৫) গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কনস্টেবল ফারুক হোসেনকে আটক করা হয়েছে। আহত কনস্টেবল মংজয় চাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মজিদ আলী জানান, কথাকাটাকাটির একপর্যায়ে কনস্টেবল ফারুক হোসেন একটি ধারালো অস্ত্র দিয়ে কোপালে অপর কনস্টেবল মংজয় চাক গুরুতর আহত হন। এ ঘটনায় কনস্টেবল ফারুক হোসেনকে আটক করা হয়েছে। কারণ উদঘাটনে তদন্ত চলছে।
লক্ষ্মীছড়ি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. বিজয় মজুমদার জানান, কনস্টেবল মংজয় চাকের শরীরে সাতটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।