লক্ষ্মীপুর আদালতে আইনজীবীদের তাণ্ডব
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে বিচারকের কক্ষে হামলা ও ভাঙচুর চালিয়েছেন আইনজীবীরা। এ সময় আদালতের অন্তত ১০ কর্মচারীকে মারধর করা হয়। পেটানো হয় এক সাংবাদিককেও।
আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ কর্মচারীরা আদালত চত্বরে মিছিল করেন। পাশাপাশি বিচারকের অপসারণ দাবি করে সমাবেশ-মিছিল করেন আইনজীবীরাও।
এ ঘটনায় সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সরকারি সম্পত্তিতে নতুন বার ভবন নির্মাণকে কেন্দ্র করে জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম, গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের সঙ্গে কয়েকদিন ধরে আইনজীবীদের তীব্র মতবিরোধ দেখা দেয়।
এ পরিপ্রেক্ষিতে গত শনিবার আইন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবী সমিতি পরদিন রোববার (৩ জানুয়ারি) থেকে জেলা জজ আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মো. আখতার হোসেন বিচারিক কাজে এজলাসে উঠলে আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় আইনজীবীরা মিছিল নিয়ে এজলাসে প্রবেশের চেষ্টা করলে জজ কোর্টের কর্মচারীরা বাধা দেন। একপর্যায়ে বিক্ষুব্ধ আইনজীবীরা জেলা জজ আদালতের দরজা, জানালার বেশ কিছু কাচ ভাঙচুরসহ কর্মচারীদের মারধর করেন। এতে জজকোর্টের সেরেস্তা সহকারী আবদুল মতিন, বেঞ্চ সহকারী আইয়ুব আলী, জারিকারক ইমাম হোসেন মিন্টুসহ ১০ কর্মচারী আহত হয়। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে উত্তেজিত কয়েকজন আইনজীবী লক্ষ্মীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন পথের সম্পাদক বি এম সাগরকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও র্যাব ১১-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।