মাদক মামলায় নাটোরে একজনের যাবজ্জীবন
মাদক মামলায় নাটোরে ইসহাক আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দীন আজ বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম জানান, ২০১৯ সালের ১৫ মার্চ নাটোরের লালপুর উপজেলার রহিমপুর এলাকায় ইসহাকের বাড়িতে অভিযান চালিয়ে সাত হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় ইসহাকের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ।