কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কাছারীপাড়ার মো. মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মিজানুর রহমান আমপাড়ার জন্য গাছে ওঠেন। বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে থাকা গাছের ডাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে ছিটকে পড়েন।
এ সময় আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ঢাকার একটি হাসপাতালে লিফট অপারেটরের চাকরি করতেন। তিনি দুই বছর বয়সী একটি শিশু সন্তানের বাবা।
আজ বাদ আছর জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় তার মরদেহ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।