মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড
মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলায় সবুজ শিকদার নামে এক যুবকের তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচহাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত সবুজ শিকদারের বাড়ি ঘিওর উপজেলার পূর্বদোতরা গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, গত ২০১০ সালের এপ্রিল মাসের ১৭ তারিখে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার মেয়েটি সাত বছরের শিশু। তখন ধর্ষক সবুজ শিকদারের বয়স ছিল ১৩ বছর। ধর্ষণের ঘটনায় শিশুটি গুরুতর আহত হয়।
শিশুটির বাবা ঘটনার দিন রাতে ঘিওর থানায় বাদী হয়ে মামলা করেন। পরের দিন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে।
তদন্ত শেষে ঘিওর থানার উপপরিদর্শক মো. অফছার আলী দেওয়ান ২০১০ সালের ২৩ মে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ৯ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল হুদা রুবেল বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ষণের ঘটনাটি প্রমাণ হওয়ায় বিচারক অভিযুক্তকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।