এক ঘণ্টায় ৮ দুর্ঘটনা, চারজনের মৃত্যু
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর এক ঘণ্টায় অন্তত আটটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
ঘন কুয়াশার কারণে আজ শনিবার ভোর ৫টা থেকে ৬টার মধ্য এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা সেতুর ওপর যানবাহন চলাচল বন্ধ থাকে। বেলা ১১টার দিকে যান চলাচল শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান জানান, আজ ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত ঘন কুয়াশায় সেতুর ওপর পৃথক পৃথক দুর্ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষসহ আটটি দুর্ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন।
ওসি আরো জানান, এ সময় উদ্ধার অভিযান শেষে ফেরার পথে ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এক এসআইসহ চার পুলিশ ও পাঁচজন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী আহত হন।
তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি। তিনি জানান, নিহত ব্যক্তিদের লাশ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা কমপাউন্ডে রাখা হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।