আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে শ্রমিকদের অবস্থান
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আশুলিয়ার আউকপাড়া এলাকার বাংলার ফ্যাশন নামের ওই পোশাক কারখানার সামনে আজ শনিবার সকাল থেকে বিক্ষোভ করছেন তাঁরা।
শ্রমিকেরা বলছেন, তিন মাসের বেতন বকেয়া রেখেই বিভিন্ন অজুহাত দেখিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। শ্রমিকদের বকেয়া বেতন বিভিন্ন সময়ে দেওয়ার কথাও বলে দেয়নি তারা। তাই, বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকেই কারখানাটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা।
বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকেরা।
এদিকে, কারখানার মালিক মোস্তাফিজুর রহমান বলছেন, বিভিন্ন সংকটের কারণে কারখানাটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে প্রয়োজনীয় অর্থ জোগাড় না হওয়ায় বেতন দেওয়া যাচ্ছে না বলে দাবি তাঁর।
এদিকে, তিন মাসের বেতন না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন। বকেয়া বেতন আদায়ে শিল্প পুলিশের সহযোগিতা চেয়েছেন তাঁরা।