বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ নারীর মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় সদর থানার দেওভোগ আখরার সামনে রবি সাধুর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। তাঁরা ওই পরিবারের তিন ভাইয়ের তিন স্ত্রী ছিলেন।
নিহতরা হলেন—রনজিৎ ঘোষের স্ত্রী বিমলী রানী ঘোষ, তাঁর ভাই দীপক ঘোষের স্ত্রী মনি রানী ঘোষ ও অপর ভাই নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী রানী ঘোষ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, আজ দুপুরে বৃষ্টির সময় বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির কলাপসিবল ঘেটে পড়ে। এ সময় গেটের ভেতর জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গেলে বিমলা রানী বিদ্যুৎপৃষ্ট হন। তাঁকে রক্ষা করতে অপর দুই ভাইয়ের স্ত্রী এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনজনই মারা যান।