কাটা-ছেঁড়া নোট না নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রাহকদের কাছ থেকে সব ধরনের কাটা-ছেঁড়া নোট ও ধাতব মুদ্রা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের এক বিজ্ঞপ্তিতে সব ব্যাংককে এ নির্দেশ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে এ-বিষয়ক একটি চিঠি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাটা-ছেঁড়া নোট ও মুদ্রা নিতে ব্যাংকগুলোর অনীহার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
২০১৫ সালের ১২ নভেম্বর এক পরিপত্রে ব্যাংকগুলোকে সব ধরনের নোট গ্রহণ এবং কাটা-ছেঁড়া ও ময়লাযুক্ত নোটের বিনিময় মূল্য দেওয়ার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ধাতব মুদ্রা সরবরাহের নির্দেশও দেওয়া হয় ওই পরিপত্রে।
সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকগুলো কাটা-ছেঁড়া নোট নিতে চাইছে না বলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রে অভিযোগ এসেছে। এমনকি ছেঁড়া-ফাটা ও ময়লা নোটও পাল্টে দিতে চাইছে না। এতে গ্রাহক লেনদেনে বিড়ম্বনার শিকার হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসাধারণের স্বাভাবিক লেনদেন অব্যাহত রাখার স্বার্থে তাদের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, বিধি অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান, ধাতব মুদ্রা গ্রহণ ও বিতরণের নির্দেশনা দেওয়া হলো। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।