অসুস্থতা নিয়ে দোহা থেকে ফেরত আসলেন খালেদ মাহমুদ
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গেই থাকার কথা টিম লিডার খালেদ মাহমুদ সুজনের। সেই জন্য ঢাকা ছেড়ে ছিলেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেননি। যাত্রা পথে অসুস্থ হয়ে পড়ায় দোহা বিমানবন্দর থেকেই ফিরতে হলো বিসিবির এই পরিচালককে।
গত ৮ জুন মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন টিম লিডার খালেদ মাহমুদ সুজন। কিন্তু বিমানে ওঠার পর থেকে নাকি অস্বস্তিতে ভোগেন তিনি।
কাতার এয়ারওয়েজের বিমানটি দোহা পৌঁছালে পরের ফ্লাইটে ওঠেন মুস্তাফিজরা। ওই বিমানেই ওয়েস্ট ইন্ডিজে যান তাঁরা। কিন্তু খালেদ মাহমুদ যেতে পারেননি। শরীর অসুস্থবোধ করলে দোহা থেকে রাতেই দেশের বিমান ধরেন এই বিসিবি পরিচালক।
মূলত উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বেড়ে যাওয়ায় ভ্রমণ করতে পারেননি খালেদ মাহমুদ। আশার খবর হলো, দেশে ফিরে চিকিৎসা নেওয়ায় এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। তবে ফের ওয়েস্ট ইন্ডিজে যাবেন কি না সেই ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগামী ১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
টেস্টের পর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায়। ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গায়ানায় অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১০, ১৩ ও ১৬ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১১টায় এবং ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।