ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সাদা পোশাকে সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাংলাদেশের। কদিন আগেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে হেরেছেন তামিম-সাকিবরা। সেই হারের ক্ষততে প্রলেপ দেওয়ার মিশনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো বাংলাদেশের নতুন লড়াই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের অধীনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
হতাশার খবর হলো, ঘরে বসে টিভিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটি দেখার সুযোগ পাচ্ছেন না টাইগার ভক্তরা। ওয়েস্ট ইন্ডিজ সফরের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি সহ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম)। কিন্তু তাঁরা দেশি কোনো টিভি চ্যানেলের কাছে সেটা বিক্রি করতে পারেননি এখনো। সে জন্য টিভিতে দেখার সুযোগ থাকছে না সিরিজটি।
টিভিতে না দেখানোয় ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ম্যাচগুলো দেখানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। যদিও সে ব্যাপারেও এখনো মেলেনি আশার খবর।
এই সিরিজ দিয়ে ফের টেস্ট অধিনায়ক হিসেবে শুরু হয়েছে সাকিব আল হাসানের নতুন চ্যালেঞ্জ। টানা ব্যর্থতায় ডুবে থাকা মুমিনুল হকের বদলে ফের সাকিবকে নেতৃত্বের ভার দিয়েছে বিসিবি। তৃতীয় মেয়াদের নেতার দায়িত্ব নিয়ে ক্যারিবীয় মুল্লুকে সাকিব সাফল্য এনে দিতে পারেন কি না সেটাই দেখার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জয় চারটিতে জয়, ১০টিতে হার ও দুটিতে ড্র হয়। দেশের বাইরে বাংলাদেশের ছয়টি টেস্ট জয়ের দুইটি এসেছে ক্যারিবিয়ানে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাংলাদেশ একাধিক টেস্ট ম্যাচ জিতেছে শুধু জিম্বাবুয়ের মাটিতে। সেই হিসেবে এবারও সাফল্যের আশাই করবে বাংলাদেশ।
যদিও কাজটা খুব চ্যালেঞ্জিং হবে। কারণ এই ফরম্যাটে বাংলাদেশের ব্যর্থতা কাটছেই না। বিশেষ করে বাংলাদেশকে ভোগাচ্ছে ব্যাটিং বিভাগ। কদিন আগে নিজেদের মাঠেও এই ব্যাটিংয়ের জন্যই সিরিজ হারাতে হয়েছে বাংলাদেশকে। এবার সেই ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাফল্যের গল্প লিখতে পারে কি না সেটাই দেখার।