দ্বিতীয় সেশনে আক্ষেপ বাড়ল বাংলাদেশের
উইকেটে তেমন রানের দেখা নেই। তবুও মাটি কামড়ে পড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। রানের গতি মন্থর হলেও ক্যারিবীয়রা উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন রেখেই অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় সেশন শেষ করে। প্রথম সেশনের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় সেশনেও হতাশা দেখল বাংলাদেশ। সহজ ক্যাচ মিস করে এই সেশনে বাংলাদেশের হতাশা বাড়িয়েছেন মুমিনুল হক।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেশনে ১৫ ওভারে ১৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারের অপরাজিত জুটিতেই দিনের তৃতীয় সেশনে লড়ছে ক্যারিবীয়রা।
তবে দ্বিতীয় সেশনে তাঁদের এই জুটি ভাঙতে পারত বাংলাদেশ। কিন্তু মুমিনুলের ক্যাচ মিসের ভুলে সেটা আর হলো না। শূন্য রানেই বিদায় করা যেত ক্যারিবীয় অধিনায়ককে। মুস্তাফিজের বলে ফ্লিক করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলেছিলেন তিনি। তবে এই সহজ ক্যাচটি নিতে পারেননি মুমিনুল হক।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করেছে মাত্র ৩২.৫ ওভার। তাতে স্কোরবোর্ডে উঠেছে ১০ উইকেটে ১০৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন সাকিব। ৬৭ বলে তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। তামিম ইকবাল করেছেন ২৯ রান। ১২ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে। বাকিরা কেউ ১০ এর ঘর পার করতে পারেননি।
কদিন আগে ঘরের মাঠে এই টপঅর্ডারের ব্যর্থতার কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের পর ক্যারিবীয় মুল্লুকেও সেই একই ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই টপ অর্ডারে ব্যর্থতা দেখল বাংলাদেশ।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যর্থ হয়ে একে একে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
কিছুটা লড়াইয়ের আভাস দিয়ে ফেরেন তামিম ইকবালও। এরপর শুধু হতাশাই দেখছে বাংলাদেশ। হাল ধরতে পারেননি নুরুল হাসান সোহান, মেহেদী মিরাজ কিংবা লিটন দাসরা।