শিশুদের জন্য বিশ্বরঙের বিশেষ আয়োজন
ঈদ মানেই হাসি-আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো! শিশুদের ঘিরেই ঈদের আনন্দ। তাই ঈদ মানেই তো শিশুর খুশি।
ত্যাগের মহিমায় আসছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় উদযাপনের সব পরিকল্পনা। সে ক্ষেত্রে শিশুদের জামাটা কিনতে হয় সবার আগে এবং জামাটা হতে হয় অন্য রকম।
উৎসব-পার্বণ উদযাপনে বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক। তাই উৎসব-পার্বণে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙের স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ২৭ বছর ধরে।
শিশুদের জন্য এবারও তার ব্যাতিক্রম হয়নি, নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইন আর প্যাটার্নের ভিন্নতা। বিভিন্ন নকশার পাশাপাশি মোটিফ হিসেবে প্রজাপতির ডানা, কাপড়ের ফুল, টুনটুনি পাখি, এমন আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে পোশাকগুলোতে। কাপড়ের ক্ষেত্রে বিশেষ ভাবনায় থাকছে গরম আবহাওয়ার বিষয়টি।
আবহাওয়ার কথা মাথায় রেখে আরামের জন্য বিশ্বরঙের মনোযোগ সুতি কাপড়ের দিকে। পাশাপাশি পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান ছাড়াও বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়।
রঙের ব্যবহারে কন্ট্রাস্ট কালারের পাশাপাশি অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেনসহ সব রঙেরই পরিমিতিবোধ লক্ষ করা যায় সবগুলো পোশাকে।