শুরু হচ্ছে শিল্পী গুলশানের ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’
এ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’ শিরোনামে শুরু হচ্ছে শিল্পী গুলশান হোসেনের ১৭তম একক চিত্র প্রদর্শনী। আগামীকাল শনিবার ১৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এ্যাথেনা গ্যালরি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।
২১ দিনব্যাপী এ প্রদর্শনীতে অ্যাক্রিলিক, তেলরং, মিশ্রমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পী গুলশান হোসেনের প্রায় ৫৫টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। শিল্পী গুলশানের চিত্রকলায় এসেছে প্রকৃতি ও আবহমান বাংলার কথা। শিল্পীর উচ্ছ্বাস, অভিব্যক্তি, শুদ্ধতা, বেদনা, স্মৃতি আর একাকিত্ব—এ সবই যেন শিল্পীর ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’।
শিল্পী গুলশান এর আগে ভারত, যুক্তরাজ্য, বেলজিয়ামসহ পৃথিবীর বিভিন্ন দেশে ১৬টি একক প্রদর্শনী করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ, মিসর, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ইরান ও শ্রীলঙ্কায় অসংখ্য যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
শিল্পী গুলশান হোসেন ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর এমএ ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে ‘পেইন্টিং ও ড্রইং’-এর ওপর বিএফএ এবং পরে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের উইনচেস্টার স্কুল অব আর্ট থেকে এমএফএ ডিগ্রি অর্জন করেছেন।
বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) চিত্রকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
প্রদর্শনীটি চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঠিকানা :
এ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস
এ জে হাইটস, চ ৭২/১/ডি (তৃতীয় তলা)
প্রগতি সরণি রোড, উত্তর বাড্ডা
ঢাকা-১২১২।
ফোন : ০১৬৮০৭৬০৮৮৭, ০১৬৭৭০৩৯৩৬৮